‘ইন্ডিয়ান আইডল’ বা ‘ভয়েস অব ইন্ডিয়া’র মতো কোনও মিউজিক রিয়ালিটি শো নয়, বলিউডে প্লে ব্যাকের সুযোগ করে দিতে আসছেন নায়ক সালমান খান। নিজের নতুন...
‘ইন্ডিয়ান আইডল’ বা ‘ভয়েস অব ইন্ডিয়া’র মতো কোনও মিউজিক রিয়ালিটি শো নয়, বলিউডে প্লে ব্যাকের সুযোগ করে দিতে আসছেন নায়ক সালমান খান। নিজের নতুন মিউজিক ইন্ডাস্ট্রির নামও ঘোষণা দিয়েছেন সল্লু মিয়া। ‘সালমান খান মিউজিক’ নামে তার এই নতুন প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে।
বলিউডে ক্যারিয়ারে শুরু থেকে গানের প্রতি সালমানের ভালবাসা প্রবল। বলিউডে যখন ব্র্যান্ড হিসেবে সালমান বেশ প্রতিষ্ঠিত, তখন নিজের ছবিতে গানের ব্যাপারে তিনি আরও খুঁতখুতে হয়ে পড়েন।
তাঁর পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এর মিউজিক এই কোম্পানির ব্যানারে তৈরি হচ্ছে ‘সালমান খান মিউজিক’। বলিউড ওয়ার্ম ও বলিউড লাইফের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিউবলাইট এর মিউজিক লঞ্চ-এর মাধ্যমেই এই কোম্পানির উদ্বোধন করা হয়েছে।
এই মিউজিক কোম্পানিতে তারকা শিল্পীরা তো গাইবেন, থাকছে উঠতি এবং প্রতিভাবান গায়ক-গায়িকাদের প্লে-ব্যাকের সুযোগও। কোম্পানির নিজস্ব ‘ট্যালেন্ট হান্ট’-এর মাধ্যমে বলিউডে প্লে-ব্যাকের সুযোগ পাবেন নতুন শিল্পীরাও।
No comments