একসঙ্গে হাজির হচ্ছেন বলিউড নবাব সাইফ আলি খান, কঙ্গনা রানাউত এবং শাহিদ কাপূর। ট্রেলারের পর এবার মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘ব্লাডি হ...
একসঙ্গে হাজির হচ্ছেন বলিউড নবাব সাইফ আলি খান, কঙ্গনা রানাউত এবং শাহিদ কাপূর। ট্রেলারের পর এবার মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘ব্লাডি হেল’।
পর্দায় ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা। পোশাকে সেনা জওয়ানদেরই উর্দি, হাতে হান্টার। আর তাতেই নাচে গানে মাতাচ্ছেন নায়িকা। সামনে বসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনার দল আর তাতে মধ্যমণি হয়ে বসে সাইফ। এই নিয়েই পুরো ভিডিও, তবে মাঝে মাঝে শাহিদও রয়েছেন।
গানে রয়েছে গুলাজারের কথা, সুরে সাজিয়েছেন বিশাল ভরদ্বাজ। গানটি গেয়েছেন সুনিধী চৌহান। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে বিশালের ‘রঙ্গুন’৷
উল্লেখ্য, সিনেমাটির প্রেক্ষাপট ১৯৪০। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিস জুলিয়া রুপের কঙ্গনা এক নামজাদা অভিনেত্রী। সাইফ রয়েছেন প্রযোজকের ভূমিকায়। সৈন্যদের উৎসাহ দিতে বর্মা পাঠানো হয় জুলিয়াকে। সেখানেই তিনি নবাব মালিক অর্থাৎ শাহিদ কাপূরের দেখা পান। নবাব পেশায় সৈনিক।
কিন্তু সে সময় জুলিয়ার নিরাপত্তার ভার ছিল তাঁর ওপর। সে সময়ই নবাবের প্রেমে পড়েন জুলিয়া। শুরু হয় ত্রিভুজ প্রেম। এই ছবিতে অভিনেত্রী কঙ্গনাকে নতুনভাবে চেনা যাবে। সাইফ ও শাহিদের পরিণত অভিনয় অবশ্যই ছবির অন্যতম সম্পদ।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
No comments