বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের দুই কন্যাকে খোলা চিঠি লিখে উপদেশ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের দুই জমজ কন্যা। ডোনাল্ড ট্রাম্প ...
বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের দুই কন্যাকে খোলা চিঠি লিখে উপদেশ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের দুই জমজ কন্যা। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর সপরিবারে হোয়াইট হাউস ছাড়তে হবে বারাক ওবামাকে। অনেকটাই পাল্টে যাবে ওবামা পরিবারের জীবন যাত্রা, ঠিক যেভাবে বদলে গিয়েছিল জর্জ বুশের পরিবারের জীবনযাত্রা। এই নতুন জীবনে কীভাবে ওবামার দুই মেয়ে সাশা এবং মালিয়া মানিয়ে নেবেন সেই উপদেশই দিলেন বুশের দুই কন্যা বারবারা এবং জেনা বুশ হ্যাগার। ঠিক আট বছর আগে এমনই এক সময়ের মুখোমুখি হয়েছিলেন বারবারা বুশ এবং জেনা বুশ। বিদায় নেয়ার আগে নিজেদের থাকার ঘর এবং হোয়াইট হাউসের অন্দরমহল ঘুরিয়ে দেখিয়েছিলেন সাশা এবং মালিয়া ওবামাকে।
সাশা ও মালিয়াকে প্রথমেই তারা তাদের দল ‘সাবেক ফার্স্ট চিলড্রেন ক্লাবে’ স্বাগত জানিয়েছেন। টাইম ম্যাগাজিনে প্রকাশিত চিঠিতে বুশ কন্যারা বলেছেন, আমরা তোমাদের ছোট্ট মেয়ে থেকে নারীত্বের প্রথম সিঁড়িতে পা দিতে দেখলাম। তোমাদের মধ্যে বারবার দেখতে পেয়েছি সাবলীলতা ও লাবণ্য। এবার তোমরা এমন একটি ক্লাবে পা রাখতে চলেছ যেখানে কোনও নির্দেশিকা তোমাদের জন্যে অপেক্ষা করছে না। কিন্তু তোমাদের জন্য ভবিষ্যতে অনেক কিছু অপেক্ষা করে আছে। তোমাদের মা-বাবার পরিচয়ের বাইরে বেরিয়ে এবার তোমরা নিজেদের পরিচিতি তৈরি করার সুযোগ পাবে। তবে গত আট বছরের অভিজ্ঞতা প্রতি পদে তোমাদের সঙ্গে থাকবে। এই আট বছরে তোমরা অনেক কিছু করেছ, অনেক কিছু দেখেছ তা নিয়ে হয়তো তোমরা লিখবে। আগামীদিনে এসব অভিজ্ঞতাকে নিজেদের মনের খুব কাছে রেখে জীবনের পথে এগিয়ে চলো। আরও একটা কথা তোমাদের বলতে চাই। গত ৮ বছর হোয়াইট হাউসের যেসব কর্মীরা তোমাদের আগলে রেখেছেন তাদের ভুলে যেও না। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখো। তোমাদের কাঁধে এখন আর কোনও প্রত্যাশার ভার নেই। নিজেদের জীবনকে উপভোগ করো, নিজেদের স্বপ্ন পূরণ করো। তবে চারপাশে যেন শুভাকাঙ্খীর অভাব না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রেখো। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের মেয়ে হয়ে থাকার যে দায়িত্ব তা তোমরা সাহসিকতার সঙ্গেই পালন করেছো। তোমাদের মা-বাবা তখনও তোমাদের পাশে ছিলেন আগামী দিনেও তোমাদের তারা আগলে রাখবেন।
চিঠিতে বুশ-কন্যারা আরও লিখেছেন, তোমরা এবার কলেজে পড়তে যাচ্ছো। সেখানে জীবনটা উপভোগ করো। খোলা মনে পৃথিবী দেখো। মনে রেখো তোমাদের মতো তরুণ-তরুণীদের ওপরেই নতুন পৃথিবীর গড়ার দায়িত্ব রয়েছে। হোয়াইট হাউসে কড়া নিরাপত্তার মধ্যে তোমাদের দিনযাপন করতে হয়েছে। হয়তো অনেক সমালোচনা ও বিদ্রুপও শুনতে হয়েছে। সেদিকে কান দিও না। কারণ তোমাদের সম্পর্কে যারা কটূ মন্তব্য করেছেন, তারা কেউই তোমাদের মতো নিরাপত্তার কড়াকড়ির মধ্যে জীবনযাপন করেননি।
No comments