Page Nav

HIDE

Breaking News:

latest

বাবার মৃত্যু সংবাদে বাড়ি ফেরার পথে ছেলে এবং নাতনীসহ নিহত ২

বাবার মৃত্যু সংবাদ পেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পুত্র এবং নাতনী। পুত্রবধু মুমূর্ষ অবস্থায় হাস...


বাবার মৃত্যু সংবাদ পেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পুত্র এবং নাতনী। পুত্রবধু মুমূর্ষ অবস্থায় হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীনুল হক কাদের জানান, শিবালয় উপজেলার জাফরগঞ্জ ভাঙ্গাবাড়ি এলাকার আজাহার শেখ (৬০) গতকাল শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার সন্তান ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক আজাদ (৩০) বাবার মৃত্যুর খবর পেয়ে স্ত্রী-কন্যা নিয়ে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে সাভারের নিরিবিলি এলাকায় দ্রুতগতীর একটি ট্রাক তাদের বহনকৃত সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাতনী মরিয়ম (৪) মারা যায়। মুমূর্ষ অবস্থায় পুত্র আজাদ ও পুত্রবধু আরজুকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণ বেঁচে ছিলেন আজাদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ট্রাক মালিক নিহতদের ক্ষতিপূরণ দিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আরজুর অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। দু’জনের লাশ বাড়িতে আনার পর আত্মীয়-স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।

No comments