Page Nav

HIDE

Breaking News:

latest

দলে কর্মীর চেয়ে নেতা বেশি, এত নেতার দরকার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শৃঙ্খলা মেনে দল করতে হবে। দল কর...

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শৃঙ্খলা মেনে দল করতে হবে। দল করলে দলের নিয়ম-কানুন মেনে চলতে হবে। আর যারা নিয়ম মানবে না তাদের দলে থাকার সুযোগ নেই। তিনি বলেন, দলে কর্মীর চেয়ে নেতা বেশি। আমাদের এত নেতার দরকার নেই, কর্মী চাই। সুশৃঙ্খল কর্মীরাই হবে আওয়ামী লীগের বড় সম্পদ।
 
গতকাল শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ১২৬ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
 
ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যথেষ্ট কাজ হয়েছে, উন্নয়ন অর্জনে এই সরকার আজ বিশ্বের বিস্ময়। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল।  তিনি বলেন, দেশে পদ্মা সেতুর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে তারপরও বিএনপি বলছে দেশে কোনো উন্নয়ন হচ্ছে না। আসলে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু নালিশের ভাঙা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনার সরকারকে সংবিধান থেকে সরানো যাবে না।
 
অনুষ্ঠানে রানীগঞ্জ সেতু দলের প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের নামে নামকরণের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ব্রিজের কাজ শেষ হলে নিয়ম অনুযায়ী নামকরণ করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, অ্যাডভোকেট শামসুন নাহার রব্বানী শাহানা এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে মন্ত্রী রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন।  

No comments